1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০২:২৬ অপরাহ্ন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০
  • ৪২৯ বার পড়া হয়েছে

 

গত ১৮ মার্চ টেকনাফ হতে প্রকাশিত নিউজ পোর্টাল টেকনাফ টুডে ডটকম এ প্রকাশিত ” হ্নীলায় ইয়াবা কারবারি তৈয়ুবের তান্ডবে অতিষ্ঠ এলাকাবাসী” শিরোনাম টি আমার দৃষ্টি গোচর হয়েছে। যা দেখে আমি হতভাগ ও বিস্মিত। আমি উক্ত সংবাদের তিব্র নিন্দ ও প্রতিবাদ জানায়।যা মিথ্যা বানোয়াট ও ভিত্তি হীন। প্রকৃত ঘটনা হচ্ছে আমি দির্ঘ দিন ধরে কাঠ মিস্ত্রী কাজ করে আসচ্ছি, আমি এক জন গরিবের ছেলে।আমার পেশা ও একমাত্র কাঠ মিস্ত্রী। দিনে এনে দিনে খাই। আমি কাজ করে যা পাই তা নিয়ে আমাদের সংসার চলে। আমার এলাকার কিছু আমার শক্রু জাতির বিবেক সাংবাদিক ভাই দের কে ভুল বুঝিয়ে আমাকে ইয়াবা করবারি বানিয়ে দেশ ও জাতির কাছে অপরাধী বানাতে চাইছে। যা কখনো আমি সাংবাদিক ভাই দের কাছে কামনা করিনি।সংবাদে উল্লেখ করা হয়েছে আমার ভাই কারাগারে ও আমি তৈয়ুব এর শমন্ধি, তা ঠিক। কারো ভাই বা আত্নীয় অপরাধী করলে তার নিজের উপর বার্তাবে তা কখনো হতে পারে না। আমি তখন থেকে আমার ভাই বা আত্নীয় দের সাথে আলাদা থাকি, তা এলাকার সকলে জানে। সুতেরাং উক্ত সংবাদ নিয়ে কোন প্রশাসন বা কাউকে বিব্রত না হওয়ার জন্য বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদ কারি
নাম- মাঈন উদ্দীন
পিতা – বদিআলম
রংগীখালী গাজী পাড়া,হ্নীলা, টেকনাফ, কক্সবাজার

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!