1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ওয়াব্রাং ইয়ং বয়েজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ঐতিহ্যবাহী ফুটবল ম্যাচ ও সম্প্রীতির অনুষ্ঠান আজ পবিত্র লাইলাতুল কদর ৩ সন্তানের জননী প্রবাসী স্ত্রীকে নিয়ে লাপাত্তা ছাত্রদল নেতা ই’য়া’বা’কা’ন্ডে জড়িয়ে সাবেক কনস্টেবল সাজেদের বিরুদ্ধে অনলাইনে অ’পপ্র’চারের প্র’তিবাদ ও ব্যা’খ্যা আল্লাহভীরু নেতৃত্ব কায়েম হলে বাংলাদেশ শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের জনপদে পরিণত হবে -জেলা আমীর প্রথমবারের মতো হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে শিক্ষার্থীরা জানান… টেকনাফে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অপহরণ নাটক সাজিয়ে টেকনাফে সাংবাদিকসহ ছয় জনের বিরুদ্ধে মিথ্যা মামলা সরকারি জমিতে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা : ছবি তোলায় সাংবাদিকদের হামলার চেষ্টা, নৌবাহিনীর অভিযান শ্রমিক দলের পরিচয়ে কোথাও দখল-চাঁদাবাজি করলে সাথে-সাথে জানানোর অনুরোধ উপজেলা সা. সম্পাদক আব্দুর রহিম মুন্না

টেকনাফ থানার পুলিশ সদস্য “শরীফুল” এাণ নিয়ে উখিয়ার মন খালীতে

  • আপডেট সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২০
  • ৬৪৩ বার পড়া হয়েছে

আরাফাত সানী/সাইফুল ইসলাম

গত ৩০-মার্চ সোমবার সংবাদ কর্মী “জাহাঙ্গীর ইনানী” ফেইসবুকে ভাইরাল হলে টেকনাফ মডেল থানার পুলিশ সদস্যদের নজরে পড়ে। টেকনাফ মডেল থানার সদস্যরা বলেনঃ আজ বলবো অন্য রকম গল্প আপনারা যেই পরিবার টা দেখতেছেন সেই পরিবার কে নিয়ে ফেইসবুক আইডি তে এই অসহায় পরিবার টির কথা তুলে ধরেন। পোষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সোসাল মিডিয়ার নজরে পরে। নজরে পরে টেকনাফ মডেল থানায় কর্মরত পুলিশ সদস্য শরীফুল ইসলাম এর নজরে। সেই ছবি তে পুলিশ সদস্য কমেন্ট করেন এই পরিবার এর ঠিকানা দেন টেকনাফ মডেল থানার পক্ষ হতে উনার জন্য খাদ্য সামগ্রী এবং ছোট ছোট ৪ টি বাচ্চার জন্য কাপর এর ব্যবস্থা করা হবে। পরে যেই কথা সেই কাজ এই পরিবার কে সাহায্য করার জন্য সরাপন্ন হোন আর এক পুলিশ সদস্য “সাগর দেব । সাগর দেব তাকে সহায়তা করার আস্বাস দেন এবং এমন একটা ভালো কাজ করার কথা শুনলেন আরো ২ পুলিশ সদস্য আবু শাহাদাত এবং এ এস আই রাম ধন। ৩ পুলিশ সদস্যের সহযোগিতায় কেনা হয় ছোট ছোট বাচ্চাদের জন্য কাপর কেনা হয় বেবি ফুট সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। এবং এই সব খাদ্য সামগ্রী নিয়ে ছুটে চলেন উখিয়া উপজেলার মনখালী ০৯ নং ওয়ার্ড এলাকায় (আর্মি চেকপোস্ট) এর পাশে। বাসায় গিয়ে দেখা যায় জনকির্ন এক পরিবেশ। মানুষ যে এতো কষ্ট করে জিবন জাপন করে তা বাস্তবে না দেখলে কেউ বিশ্বাস করবেন না। পরিবার কে দেওয়া হয় খাদ্য সামগ্রী এবং পুলিশ সদস্য শরীফুল ইসলাম নিজ হাতে বাচ্চাদের কে নতুন জামা কাপর পরিয়ে দেয়া হয়। তার কাছে এই মহত কাজ করার অনুভূতি জানতে চাইলে পুলিশ সদস্য শরীফুল ইসলাম বলেন কিছু কিছু অনুভূতি বাসায় প্রকাশ করার মতোন না। যখন ছোট বাচ্চা গুলা নতুন জামা পড়ার জন্য গোসল করে আসছে তাদের কাছে মনে হচ্ছে এই গুলা ঈদের জামা। তিনি মহান আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করেন যেন এই ভাবে গরিব অসহায় মানুষের পাশে দাড়াতে পারে। এবং সমাজের সকল বিত্ববাদন দের কে আহবান করেন ধর্ম,বর্ন নির্বিশেষে সকল অসহায় দের যেন পাশে দাড়ায়।তিনি ওই পরিবারকে এান দেওয়ারহয়। চাল,ডাল,তৈল,পিয়াজ,আলু,লবণ,সাবান,ডিটারজেন্ট, কেক,বিস্কিট,চিনি,জামা-কাপড় ইত্যাদি।নিত্য প্রয়োজনীয় সামগ্রী টেকনাফ মডেল থানার উদ্যোগ কনস্টেবল শরীফুল এর নেতৃত্বে খাদ্য সামগ্রী উখিয়া মনখালীতে অসহায় দারিদ্র্য হাছান শরিফের অস্থায়ী বাসায় ছুটে এসেছেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংবাদ কর্মী জাহাঙ্গীর ইনানী,সংবাদকর্মী আরফাত সানি-যায়যায়দিন,সাইফুল ইসলাম-৭১বাংলা টিভি,আমিনুল হক-নাফ টিভি,খুরশেদ আলম,আরিফুল ইসলাম ,সায়দুল সায়েম,প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!