 
							
							 
                    
উমর পারুক সোহাগ, কক্সবাজার
কক্সবাজার রামু উপজেলার তেচ্ছিপুলের নুরুল আমিন কোম্পানির সহযোগিতায় ১০০ হতদরিদ্রের মাঝে ঘরে ঘরে গিয়ে ত্রান সামগ্রী দিলেন। অদ্য ২৪ এপ্রিল সকালে তিনি তার এক মেয়ের জামাই সংবাদ কর্মীকেও এলাকার সচেতন মানুষদের নিয়ে অসহায়দের মাঝে উক্ত ত্রান সামগ্রী বিতরন করেন। সারা বিশ্ব যখন এই মহামারী করোনার প্রদুর্ভাবে থমকে যাই। ঠিক এমন পরিস্থিতিতে,নুরুল আমীন কোম্পানির ছেলে প্রবাসী ফয়সাল আমিন মানবতার দৃষ্টিকোন থেকে তার বাবাকে বলেন। সামনেি রমজান আর এই রমজানকে সামনে রেখে আপনি মানুষের পাশে দাড়ান। আর এমন বিপদে অসহায় কেটে খাওয়া মানুষের ঘরে ঘরে গিয়ে ত্রান সহায়তা করুন। ছেলের এমন মানবিক আচরণ দেখে বাবাও হয়ে গেলেন মানবতার ফেরিওয়ালা। এবং তিনি সেই অনুযায়ী এই ১০০ পরিবারের মাঝে ত্রান সহায়তা প্রদান করেন।এবং তিনি সাংবাদ কর্মীর দৃষ্টি দিয়ে সবার উদ্দেশ্যে বলেন। আমার মত যে যার অবস্থান থেকে যতটুকু সামর্থ সেটি নিয়ে আপনি আপনার নিজ নিজ এলাকায় হত-দরিদ্র পরিবারের পাশে দাড়ান। ইনশাআল্লাহ এতে দেশের পাশাপাশি আপনার অনেক অসহায় মা-বোনের জীবন
বেঁচে যাবে ইনশাআল্লাহ
 
                                         
                                         
                                         
                                        
Leave a Reply