ভাবতে অবাক লাগে কেন এমন হলো
ছিলো নাতো কখনো এমন কথা,
তবে কেন এমন হলো?
যেদিন তুমি হাজার বাধা পেরিয়ে
ধরেছিলে হাত ছিলো কত আয়োজন।
কি ছিলো আমার এমন মহা অপরাধ
এত সহজে কেন বদলে গেছ তুমি,
তবে কেন এমন হলো?
সেই দিন এসেছিলে ফুলের স্তবক
নিয়ে দু’হাতে শুনিয়েছ স্বপ্নের- বারতা।
কবেও ছিলোনা অবুঝ মনে মোর তুমি
কাচের গ্লাসের মতো ভেঙে যাবে,
তবে কেন এমন হলো?
সেই দিন বলেছিলে ভালোবেসে
ভূ’র বুকে পেয়েছ খুঁজে সুস্বর প্রশান্তি।
এই বুঝি জগতের রীতি পুরিয়ে গেলে
প্রয়োজন আর নানান অগ্র স্বার্থ,
তবে কেন এমন হলো?
তুমি বলেছিলে হাতে হাত রেখে
দেখিয়েছ স্বপ্ন মোরে হিমালয় জয়ের।
হৃদয়ে আজও বাজে চাপা কান্নার সুর
তোমায় বিশ্বাস করা ছিলো ভুল,
তবে কেন এমন হলো?
ছিলো নাতো নিমিষেই শেষ হবে
কখনো এমন কথা, কি করে পারলে।
জীবন মোর হারিয়ে গেল ভুলে- ভুলে
চাইনি কবো হঠাৎ এমন হবে,
তবে কেন এমন হলো?
চেয়েছি দিতে যাকে ভালবাসা
সে আমাকে দিয়েছে- পুড়ান উপহাস।
[ছবি সংগ্রহ ] __________________________________________
তারিখঃ- ০৫/০৬/২০২০ ইং–
এ কে এম, কামাল হোছাইন।
বাংলাদেশ পুলিশ সদস্য।
Leave a Reply