যদি বেঁচে যায়” বাহা উদ্দিন|| টেকনাফ ৭১
-
আপডেট সময় :
সোমবার, ১৫ জুন, ২০২০
-
৫৭৯
বার পড়া হয়েছে
- টেকনাফ৭১ ডেস্ক::
- পরম স্রষ্টার করুণায়,
যদি বেঁচে যায় এই মৃত্যু যাত্রায়!
তবে
মোয়াজ্জেমের আযানের সুরের,
প্রহরী হবো।
- মায়ের রেশমীর শাড়ির,
আচঁল হবো।
বউয়ের কাজল কালো চোখের,
কাজল হবো।
-
বোন তুর পরশ হাতের,
গুপ্তকথার বালা হবো।
বাবা তোমার ক্লান্ত শরীরের,
ইজি চেয়ার হবো।
ভাই তোর জীবন সাচ্চা স্বপ্নের
দৃঢ় মই হবো।
-
খোকা মনিদের খেলার,
দুষ্ট ঘোড়াটি হবো।
বন্ধু আমি তোদের,
হাসির খোরাক হবো।
বালক তোমার ঘুড়ির সুতার,
নাঠাই হবো।
-
স্রষ্টার করুণায়,
যদি বেঁচে যায় এই মৃত্যু যাত্রায়
আমি হবো না কভু,
হরিণ শিকারীর ধনুকের তীর
কাঠুরিয়ার ধারালো কাঁচি।
অসৎ লোকের মিছিলের,
শব্দ চয়ন কারী।
- লেখক : বাহা উদ্দিন
কলেজ : কক্সবাজার সরকারি কলেজে।
বিভাগ : বাংলা।
৪র্থ বর্ষ : কক্সবাজার, টেকনাফ।
নিউজটি শেয়ার করুন..
এ জাতীয় আরো খবর
Leave a Reply