“তুমি রবে নীরবে”
এ কে এম, কামাল হোছাইন।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
তুমি রবে নীরবে সদা হৃদয়ের অতলে
আজও আছি নির্জনে নিভৃতে- জেগে,
থাকো তুমি যেথায় রবে মোর- হৃদয়ে
তোমারি- কথা মনে পড়ে বারে- বারে।
তুমি মোর আঁধার রাতের দৃপ্ত- আলো
যে আলোয় আমি নিভৃত ঘুরে বেড়ায়,
তুমি হাসলে আমি ধ্যাননিষ্ঠে- থাকায়
যে হাসির আড়ালে লুকিয়ে আমি রয়।
আছো তুমি রক্ত-কমলের স্তবক- হয়ে
আমার আসনের সেই সারণীর- উপর,
পলকে- পলকে তোমারে নয়নে- রাখি
নিশ্বাসে যেন তোমারই সে সুবাস পায়।
চলার- পথে জড়িয়ে আছো ছায়া হয়ে
নিভৃতে আমি স্বপ্ন দেখি তোমায় নিয়ে,
চলার- পথে কখনো যদি থমকে- পড়ি
তুমি আমায় বুকে নিয়ো হাত- বাড়িয়ে।
কখনো আমি যদি দূরে রয় তুমি এসো
ঝাপসা- কুহেলী হয়ে শীতের- প্রভাতে,
হাজারো লোকের- ভিড়ে খুঁজে- নিবো
তোমায় বুকে মোড়ায় কাশ্মীরী চাদরে।
কোন দিবসে হাজারো অতিথির ভিড়ে
আসিও তুমি আমার নীড়ে হাসি- মুখে,
হাত বাড়িয়ে আমি টেনে নিবো তোমায়
মমতার- অনুরাগে হৃদয়ে সর্ব- সম্মুখে।
____________________________
তারিখঃ- ১৮/০৬/২০২০ ইং–
এ কে এম, কামাল হোছাইন।
বাংলাদেশ পুলিশ সদস্য।
Leave a Reply