মোঃ নুরুল হক সিকদার: রামু
কক্সবাজারের রামুতে অজ্ঞাত এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় ঘটনা স্থল থেকে একটি স্মার্ট ফোন জব্দ করা হয়।
আজ সকালে রামু উপজেলার ফতেখাঁরকুল মাজহারুল উলূম মাদ্রাসা গেইটের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রামু থানার ওসি আবুল খায়ের জানায়-মাদ্রাসার সামনে অজ্ঞাত যুবকের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করলে। নিহতের গলায় গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। তবে মৃত্যুর আসল কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। এখনও নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি বলে জানায় পুলিশ।
Leave a Reply