বিশেষ প্রতিবেদক
কক্সবাজার টেকনাফে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে দুই সন্ত্রাসী ও ইয়াবা কারবারি নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে । ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে গুলি, অস্ত্র,ও ইয়াবা।
হ্নীলা ইউনিয়ন মৌলভী বাজার গ্রামের মৃত সুলতান আহাম্মদের পুত্র সাদ্দাম হোসেন (২০) হোয়াইক্যং পশ্চিম মহেশখালীয়া পাড়া গ্রামের আলী আহাম্মদের পুত্র আব্দুল জলিল (৩০)। পুলিশ বলছে, এ ঘটনায় সাহসী পুলিশ কর্মকর্তা এসআই মশিউর রহমান সহ তিন পুলিশ আহত হয়েছে। অভিযানের ব্যাপারে রিপোর্ট লেখা পর্যন্ত টেকনাফ মডেল থানা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোন কিছুই জানানো হয়নি।
তবে ৭ জুলাই (২০২০ইং) ভোর রাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য অনুযায়ী পুলিশের একটি দল টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম মহেশখালীয়া পাড়ার ৯নং ওয়ার্ডের কম্বনিয়া গ্রামে ইয়াবা বিরোধী অভিযান পরিচালনা করার সময় মাদক কারবারিতে জড়িত অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপের সাথে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। অপরাধীদের ছোঁড়া গুলিতে পুলিশের তিন সদস্য আহত হলে এরপর আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।
উভয় পক্ষের গোলাগুলি থেমে গেলে গুলিবিদ্ধ অবস্থায় দুই যুবককে মাঠিতে পড়ে থাকতে দেখে পুলিশ তাদেরকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করলে সেখানে পৌঁছার পর দায়িত্বরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করে।
পুলিশ বলছে, করোনার ব্যস্ততার সুজুকে যে সমস্ত মাদক ও অস্ত্র কারবারি বৃদ্ধি পেয়েছে আমরা টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান অব্যাহত রেখেছি, যেকোনো মুহূর্তে অপরাদিরা আমাদের আইনের আওতায় আসবে।
Leave a Reply