আমিনুল ইসলাম::নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার নিয়মিত অভিযানে
উপজেলার ঘুমধুম ইউনিয়নে ১২০ লিটার চোরাই মদ আটক করেছে পুলিশ-১৭ জুলাই সকালে। গত ১৬জুলাই উপজেলার সোনাইছড়ি বরই তলি পাড়াস্ত সোনাই ছড়ি ঘুমদুম ব্রিক সিলিং রারাস্তায় বিকাল-৫ ঘটিকার সময নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ এর নির্দেশনায নিয়মিত অভিযানে ২০০০ পিচ ইয়াবা সহ-২ জনকে আটক করা হয়, আটক কৃতরা হলেন ছৈয়দ করিম (৪০) নুরুল আলম ৪৫ আটক কৃতদের ঠিকানা সোনাইছড়ি, ঘুমধুমে, এছাড়া মাদক আইনে মামলা হয়েছে মামলা নং-০৮/তাং১৬/০৭/২০২০ইং মামলার এজহারে -৫ জনের নাম উল্লেখ রয়েছে বাকি তিনজন পালাতক রয়েছে ওরা ঘুমধুমের বাসিন্দা। এছাড়া একেই দিনে উপজেলার সোনাইছড়িতে হতে-২০ লিটার চোলাই মদ সহ -২জনকে আটক করা হয় আরো একটি মাদক আইনে মামলা করা হয মামলা নং-০৭/তাং১৬/০৭/২০২০ইং চোলাই মদ সহ আটক কৃতরা হলেন রুহুল আমিন প্রকাশ রোলু (১৯) আবু ছৈযদ (৩০) দুজনই রোহিঙ্গা। ইয়াবা আটক অভিজানে নেতৃত্ব দেন নাইক্ষ্যংছড়ি থানার এস আই ফিরোজ আলম,এস আই মো নুর ইসলাম, এস আই জাফর ইকবাল সহ সংগীয় ফোর্স।এ বিষয়ে জানতে চাইলে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেন প্রতিবেদক কে বলেন আমি যোগদানের পর থেকে ছোট বড় মোট ৬ টি মাদকের চালান আটক হযেছে সব মামলা হয়েছে, মদকের বিরোধী অভিজান অভ্যাহত থাকবে প্রকৃত মাদক কারবারি, গড়ফাদার, দের চিহ্ন করার চেষ্টা করছি । সম্প্রতিক সময়ে বেশ কিছু মাদকের চালান আটক হয়েছে এবং মামলা দেওয়া হয়েছে করোনার সময়ে মাদক ব্যাবসায়ীরা সুযোগ নিয়েছে বলে ধারনা করছে এলাকা বাসি।
Leave a Reply