নিজস্ব প্রতিবেদক::কক্সবাজার টেকনাফে হোয়াইক্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রইক্ষ্যং এলাকার বাসিন্দা জাহেদা বেগম তাঁর প্রতিবেশী সন্ত্রাসীদের হুমকির মুখে ভয়ে ভয়ে জীবন-যাপন করতেছে। ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা যায়,গত ১৫ই জুলাই বিকাল সাড়ে ৫টার দিকে জাহেদা বেগমের প্রতিবেশী আলী আকবরের ছেলে সুরত আলম (ডাকাত সুরইত্বা) এবং তার ভাই দিল মোহাম্মদ সহ কয়েকজন অপরিচিত লোক দেশীয় অস্ত্র, দা,কিরিচ,ও লোহার রড নিয়ে পূর্বপরিকল্পিত ভাবে জাহেদার পরিবারের উপর নৃশংস হামলা চলানোর চেষ্টা করে।এমন সন্ত্রাসীদের অবস্থা দেখে জাহেদা বেগম জোরে চিৎকার দিলে,পার্শ্ববর্তী লোকদের সহযোগিতায় কোনো রকম প্রাণে বেঁচে যায় বলে জানিয়েছেন, ভুক্তভোগী পরিবার।অবশেষে ভিকটিম পরিবার ১৬ই জুলাই (রোজ বৃহস্পতিবার) ৪ জনের নাম উল্লেখ করে টেকনাফ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন,আলী আকবরের দুই ছেলে সুরত আলম (৩২) জুহুর আলম (৩৯),আবুল হাশেমের ছেলে দিল মোহাম্মদ (২৫) ও লেডু মিয়াসহ সকলে, জাহেদা বেগমের বসতভিটা উপর দিয়ে রাত্রে চলাফেরা করে। মাদক,অস্ত্র পাচার সহ বিভিন্ন অপকর্মের নিরাপদ সড়ক হিসেবে ব্যবহার করে থাকে।জাহেদা বেগম তাদের চলাচলে নিষেধ করলে,সন্ত্রাসীরা তাকে প্রাণে মারার হুমকি দিয়েছে বলেও উল্লেখ করেছেন।
Leave a Reply