মোঃ শেখ টেকনাফ ,টেকনাফ
টেকনাফে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে মাদকের চালান বহনের সময় জাদিমোরা ক্যাম্পের ৩ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে।
গতকাল বিকাল ৫টারদিকে র্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল মাদক বহনের সংবাদ পেয়ে টেকনাফ সড়কের রঙ্গিখালী-আলীখালী পয়েন্টে অবস্থান নেয়। হঠাৎ র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে ২৭নং জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি-৫ এর বাসিন্দা মৃত সাঈদুল আমিনের পুত্র মুছা (২১), আব্দুল গণির পুত্র আসমত উল্লাহ (২৭) এবং একই ক্যাম্পের ব্লক-এ-১ এর বাসিন্দা রশিদ আহমদের পুত্র সাব্বির (২০) কে আটক করে। পরে সাক্ষীদের সম্মুখে তাদের দেহ তল্লাশী করে ৫হাজার ৯শ পিস ইয়াবা পাওয়া যায়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মাদকসহ ধৃত মাদক কারবারীদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।
Leave a Reply