1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টেকনাফে মাসিক আইনশৃঙ্খলা সভায় নিরপরাধ শহিদুল্লাহর মুক্তির দাবি নেতাদের বিএনপি ক্ষমতায় এলে বৈষম্যহীন রাষ্ট্র গঠন করা হবে, যুব সমাবেশে – শাহজাহান চৌধুরী হ্নীলা ৬নং যুবদলের কমিটিতে মোহাম্মদ আকরাম আহবায়ক, জয়নাল আবেদিন টিপু সদস্য সচিব দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, টেকনাফ বাজারে নেই কার্যত তদারকি টেকনাফের সাবরাং ইউনিয়নের শামশু আলম মেম্বার কা’রা’গা’রে লাশ গুনে গুনে ক্রসফায়ার বাণিজ্যের ভাগ নিতেন কামাল-বেনজীর টেকনাফে অপরাধ-প্রবণতা বৃদ্ধি, নিরাপত্তার ঝুকিতে স্থানীয়রা হ্নীলা দক্ষিণ সেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত, প্রধান অতিথি এডঃ রশিদুল আলম চৌধুরী টেকনাফ অপহরণ বন্ধে প্রতিবাদ ও মানব বন্ধন টেকনাফে জামায়াত কর্মীকে কোপাল আওয়ামী লীগ নেতা! থানায় মামলা

কক্সবাজারে জমির দখল নিয়ে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১৫ – টেকনাফ একাত্তর

  • আপডেট সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৩১৬ বার পড়া হয়েছে

কক্সবাজার বিশেষ প্রতিনিধি,

কক্সবাজার শহরে জমির বিরোধ কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এসময় ৫ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন। মঙ্গলবার (২২সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার ২নং ওয়ার্ডের উত্তর নুনিয়ারছরা শিল্প এলাকার ঠোঁটিয়া পাড়া নামক এলাকায় এ ঘটে।

আহতরা হলেন- মুফিজুর রহমান, মোজাম্মেল হক, নুর জাহান, আবদু ছালাম, রিফা আক্তার, আয়েশা বেগম, জিসান, ইমন, মুরাদ, মুন্নি আক্তার ও মো. সেলিম, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উক্ত ঘটনার সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের স্থানীয় দুই নেতাকে হাতে অস্ত্র নিয়ে গুলি বর্ষণ করতে দেখা গেছে।

এ নিয়ে এলাকাবাসী সহ উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারলেও ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি ।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় নুরুল আবছার এবং মোহাম্মদ আলীর মধ্যে জমির বিরোধের সূত্র ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনার জন্য তারা একে অপরকে দায়ী করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মো. জামাল মাঝি, আওয়ামী লীগ নেতা আবুল কালাম, ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রিদুয়ান আলী সাজিন ও গিয়াস উদ্দিনের নেতৃত্বে সংঘর্ষের ঘটনাটি ঘটে।

এ সময় খোকা প্রকাশ ভেট্টা, কায়সার, আবু হেলা, শাহাব উদ্দিনসহ অন্তত ৫০ জন সশস্ত্র অবস্থায় ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ ঘটনার সময় আবুল কালাম ও রিদুয়ান আলী সাজিনকে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে প্রতিপক্ষের দিকে গুলিবর্ষণ করতে দেখা গেছে। দিন-দুপুরে অস্ত্র হাতে গুলি করতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়।

স্থানীয় কাউন্সিলর মিজানুর রহমান জানিয়েছেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান এবং উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু দুই পক্ষের মারমুখী অবস্থানের কারণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মাসুম খান বলেন, ঘটনার খবর পাওয়া সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার বিস্তারিত জেনে ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সঙ্গে দিনদুপুরে অস্ত্র ব্যবহারকারীদের বিষয়ে তথ্য নেয়া হচ্ছে এবং জড়িত কাউকে ছাড় দেওয়া হবেনা বলেও জানান মাসুম খান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর