নাছির উদ্দীন রাজ, টেকনাফ ৭১
করোনা একটি বিশ্ব মহামারি রোগ, যা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে বড় বড় দেশ বা স্বাস্থ্য বিভাগে কাজ করা প্রতিষ্ঠান গুলিও । তাই এ রোগ থেকে উত্তরণে উপায় সচেতনতাই সিংহভাগ সামাধান বলা হয়ে থাকে। তারি ধারাবাহিকতায় আগত করোনার প্রকোপ থেকে গ্রামীণ সুবিধা বঞ্চিত নারীদের বাঁচাতে টেকনাফ পৌরসভার খায়ুকখালী ৩নং ওয়ার্ডের গ্রামের মহিলাদের করোনাকালীন সময়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠকে যোগ দিলেন, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। অদ্য বিকাল ৪ ঘটিকার সময় টেকনাফ উপজেলা তথ্য সেবা কেন্দ্র কর্তৃক এ অনুষ্ঠানের আয়োজন করেন। আয়োজিত সভায় তথ্যসেবা কর্মকর্তা ও সহকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে গ্রামের সুবিধা বঞ্চিত নারীদের একটি করে বালতি ও হাইজিন সামগ্রী তুলে দেন ইউএনও টেকনাফ । অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের বেশিরভাগ জনগোষ্ঠী নারী। চাইলে একজন নারী একটি সমাজ কে পরিবর্তন করতে পারে। সে জন্যে আপনাদের কে প্রাধান্য দিয়ে করোনা ভাইরাস পরিস্থিতির সচেতনতামূলক প্রচারনায় এসেছি, যাহাতে পরিবারের শিকড় থেকে প্রচার শুরু হয়। সকলে নিজেদের উপকারের জন্য বাড়ির সদস্যরা নিয়মিত হাত ধোঁয়া, মাস্ক পরিধান করা সহ সচেতনতামূলক কার্যক্রম করছে কি না খেয়াল রাখবেন।
Leave a Reply