ডেস্ক
সাউথ সুদানে পরিচালিত জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অসামান্য অবদানের জন্য সেখানে নিয়োজিত বাংলাদেশী সেনাসদস্যদের UN MEDAL প্রদান করা হয়েছে। বাংলাদেশের সর্বমোট ৮৬১ জন যার মধ্যে ১৯ জন নারী সদস্য’কে ইউএন মেডেল প্রদান করা হয়েছে। সাউথ সুদানে স্হানীয় জনগণের জীবনমান উন্নয়নে ভূমিকা পালন,
স্হানীয় ও আন্তর্জাতিক জঙ্গি গোষ্টির হাত থেকে স্হানীয়দের জান মাল সফলভাবে রক্ষা করায় জাতিসংঘ পদকে অলংকৃত হলেন বাংলাদেশীরা। উল্লেখ্য ভূরাজনৈতিক কারণে সাউথ সুদান অন্যতম ঝুঁকিপূর্ণ মিশন এরিয়া,যেখানে অত্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করে চলেছেন বাংলাদেশী শান্তিরক্ষীগণ।
Leave a Reply