1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৩:১১ অপরাহ্ন

মিথ্যা মামলায় ৯বছর পরে খালাস পেয়ে আনন্দিত আজিজা আক্তারের পরিবার

  • আপডেট সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ২৯২ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ

জমি সক্রান্ত একটি মিথ্যা মামলায় দির্ঘ ৯বছর আদালত বেয়ে অবশেষে খালাস পেলেন হ্নীলা মরিচ্যা ঘোনার নুরুল আলমের পুত্র মোঃ নুর, মীর আহাম্মদের পুত্র নীর আহাম্মদ,নীর আহাম্মদের পুত্র ফায়সাল, মোঃ নুরের স্ত্রী আজিজ আক্তার, মীর আহাম্মদের স্ত্রী আয়েশা খাতুন, নীর আহামামদের পুত্র মোঃ অনিক, সর্ব সাং পশ্চিম সাতঘটিয়া পাড়া। বিগত ৯বছর আগে উক্ত এলাকার ৯নং ওয়ার্ড পশ্চিম সাতঘটিয়া পাড়ার
জাবেরের পুত্র মোঃ হাসান প্রকাশ( মিন্টু) জমি সংক্রান্তি একটি মিথ্যা মামলায় দায়ের করেন কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল আদালতে। কিন্তুু দির্ঘদিন পরে আদালত নিয়ম আনুসারে বিধিমালা মুতাবেক গত ৫/১১/২০২০ইং ঐ মামলা খালাস করেদেন। এতে আনন্দিত হয়ে আজিজা আক্তার বলেন, মামলার বাদি আমাদের পরিবারকে মিথ্যা মামলায় দিয়ে জমি দখল করতে চেয়েছিলেন। সে রহশ্য আদালত বুঝতে পেরে আমাদের খারাস দেয়ায় আদালতের প্রতি চির কৃতজ্ঞতা কামনা করছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!