নাছির উদ্দীন রাজ, টেকনাফ
পুলিশের সেবা জনগণের কাছে পৌঁছে দিতে বিট পুলিশিং কার্যক্রম চালু করেছেন সরকার। তাই
বিট পুলিশ বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি, এই স্লোগানকে সামনে রেখে সারা দেশে বিট পুলিশিং গুরুত্ব সহকারে চালিয়েল যাচ্ছে সরকার। ৫ডিসেম্বর২০২০ইং টেকনাফ থানাধীন মেরিন সিটি হাসপাতাল ( উপজেলা পরিষদের সামনে) এর নিচতলায় টেকনাফ পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ড নিয়ে গঠিত ০১নং বিট পুলিশং কার্যালয়ের শুভ উদ্বোধন করেন, কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম।
০১নং বিট পুলিশং কার্যালয়ের শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ, মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার, উখিয়া সার্কেল, মোঃ শাকিল আহমেদ পিপিএম , এ ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তৃতায় বিট পুলিশিং কি ও কেন? ইহার কেন গঠন করা হয় , স্থানীয়ভাবে অপরাধ দমন ও তাৎক্ষণিক পুলিশি সেবাপ্রদানে এর ভূমিকা কি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন । তিনি আরো জানায়, মাদক ব্যবসার সাথে জড়িত সে যেই হোক না কেন প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসা হবে।
Leave a Reply