বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ কৃষক লীগ হ্নীলা ইউনিয়ন শাখার ৯ নং ওয়ার্ডের সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। ১০ ডিসেম্বর ২০২০ইং বিকাল ৪ঘটিকার সময় হ্নীলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড জাদিমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন হ্নীলা ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক শাকের আহমদ (এম,এ)। যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা শহীদুল্লাহ কাইছার এর পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক ও হ্নীলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং আওয়ামী লীগের সভাপতি মরহুম এইচ কে আনোয়ার এর সুযোগ্য সন্তান
জাহেদ হোসেন সম্রাট।
বিশেষ অতিথি ছিলেন, হ্নীলা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও সাবেক ছাত্র নেতা ওয়াজ করিম। প্রধান বক্তার বক্তব্য রাখছেন, হ্নীলা ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, বিশেষ বক্তার বক্তব্য রাখছেন হ্নীলা ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক মুফিজুর রহমান কাজল, যুগ্ম আহ্বায়ক জামাল ওয়াজেদ, জাফরুল ইসলাম, টেকনাফ উপজেলা ও হ্নীলা ইউনিয়ন, ৯নং ওয়ার্ডের কৃষক লীগের বিভিন্ন নেন্তৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জাহেদ হোসেন সম্রাট বলেছেন, আমাদের নেন্ত্রী কথা দিয়ে কথা রাখেন। যার প্রমাণ হাজারো ষড়যন্ত্রের মধ্যে পদ্মা সেতুর মত একটি বহুমুখী সেতু নির্মান করে তা বিশ্বের বুকে দৃশ্য মান করে দেখিয়েছেন আজ ।পদ্মার দুই পারের কৃষকের কথা মাথায় রেখে তা দ্রুত নির্মাণ শেষ করার তাগিদ ও দেন প্রধানমন্ত্রী । সেই নেন্ত্রীর কর্মী হিসেবে আমিও কথা দিলাম, আমার বাবার দেখানো পথে আপনাদের সাথে নিয়ে দেশের মানুষের সেবা করব। তাই সকলে হাতে হাত মিলিয়ে ইউনিয়ন ও ওয়ার্ডে এক পরিবারে মত করে থাকব।
আমরা ঐক্যবদ্ধ থাকলে পৃথিবীর কোন অপশক্তি আমাদের পরাজী করতে পারবেন। পরে প্রথম অধিবেশনে শেষে দ্বিতীয় অধিবেশনে আগামী ৩ বছরের জন্য হ্নীলা ইউনিয়ন কৃষক লীগের জাদিমুড়া ৯ নং ওয়ার্ড শাখার কমিটি অনুমোদন দেয়া হয় । মোঃ রশিদ কে সভাপতি, শহীদুল ইসলাম শাহেদ কে সাধারণ সম্পাদক ও মোঃ সেলিম কে সাংগঠনিক সম্পাদক নির্বাচীত করা হয়। তারা সকলে আগামীতে শেখ হাসিনার হাত কে শক্তি শালি করবেন ও কৃষক লীগের জন্য কাজ করবেন বলে আশা করছি।
Leave a Reply