বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। এক বার্তায় তিনি বলেন, দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হয়। এই বিজয় অর্জনে মধ্য দিয়ে বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ নামক রাষ্ট্রের। মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মদান আর দুই লাখ মা-বোনের ত্যাগ-তিতিক্ষায় এই বিজয় অর্জিত হয়। কোটি বাঙালির আত্মনিবেদন ও গৌরবগাঁথা গণবীরত্বে পরাধীনতার অভিশাপ থেকে মুক্তি পায় বাঙালি জাতি। এই অর্জিত স্বাধীনতাকে অক্ষুন্ন রাখতে সকলের প্রতি আহ্বান করছি । এবং টেকনাফ উপজেলার সকল সরকারি, বেসরকারি, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, দোকান পাটে,চিকিৎসা সেবা কেন্দ্রে সহ সমস্ত বিভাগের সকল সেক্টরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবস পালনের আহ্বান জানাচ্ছি ।
শুভেচ্ছান্তে…
মোহাম্মদ সাইফুল ইসলাম
উপজেলা নির্বাহী কর্মকর্তা টেকনাফ, কক্সবাজার।
Leave a Reply