আরফাত সানি/শেখ রাসেল,টেকনাফ
টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের সংলগ্ন বঙ্গোপসাগরে থেকে অভিযান চালিয়ে মালিকবিহীন ২ লাখ ৭০ হাজার ইয়াবাসহ একটি কাঠের ট্রলার জব্দ করেছে কোস্ট গার্ড বাহিনী সদস্যরা।
কোস্ট গার্ড জানায়, ২৩ ডিসেম্বর (বুধবার) ভোরে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ উপকূল থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। কোস্টগার্ড বাহিনীর একটি টহল দল বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের অদূরে একটি ট্রলার দেখতে পায়। ট্রলারটি গতিপথ সন্দেহজনক হওয়ায় থামাতে বলা হয়। কিন্তু ট্রলারটি না থামিয়ে চালিয়ে যেতে থাকে। পরে ট্রলারটি সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ উপকূলে এসে থামিয়ে লোকজন পালিয়ে যায়।
ঘন কুয়াশা বেশি থাকায় পালিয়ে যাওয়া লোকজনকে আটক করা সম্ভব হয়নি। তবে ট্রলারটিতে তল্লাশী চালিয়ে ২ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার হয়। এ ঘটনায় ইয়াবা পাচার কাজে ব্যবহৃত ট্রলারটি জব্দ করা হয়েছে।
আজ দুপুর ২টায় সংবাদ সম্মেলনে টেকনাফ কোস্টগার্ডের লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মাহমুদ ঘটনার সত্যটা নিশ্চিত বলেন, সেন্ট মার্টির ও টেকনাফ যৌন টহল এর মাধ্যমে ইয়াবাসহ ট্রলারটি জব্দ করতে সক্ষম হয়।
Leave a Reply