প্রেস বিজ্ঞপ্তি
গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার এর সহকারী পরিচালক জনাব সোমেন মন্ডলের সার্বিক নির্দেশনায় ও পরিদর্শক জনাব জীবন বড়ুয়ার নেতৃত্বে একটি বিশেষ টিম ২৮ডিসেম্বর ২০২০ ইং তারিখ রাত আনুমানিক ৮.৩০ঘটিকার সময় কক্সবাজার সদর মডেল থানাধীন বাজারঘাটায় অভিযান পরিচালনা করে রোকেয়া বার্মিজ মার্কেটের সামনে হতে মোঃ সোলাইমানের পুত্র আবদুল আজিজ (৪০) সাং- চুরাখোলা, ০৪ নং ওয়ার্ড, পালংখালী ইউনিয়ন, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার নামীয় একজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে ৯০০০ ( নয় হাজার) পিস ইয়াবাসহ গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞেসাবাদে সে দীর্ঘ দিন যাবত মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করে। উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জনাব জীবন বড়ুয়া বাদী হয়ে আটককৃত ব্যক্তি আবদুল আজিজকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ সনের ৩৬(১) সারণীর ১০(গ) ধারায় কক্সবাজার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মাদকের বিরুদ্ধে চলমান এই অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply