বিশেষ প্রতিনিধি।
হ্নীলা ইউনিয়নের উলুচামরি কোনার পাড়া মিনিবার ফুটবল টর্ণামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। আজ ৮ ডিসেম্বর ২০২১ইং বিকেল ৩ ঘটিকার সময়,
উলুচামরি কোনার পাড়া ফুটবল খেলার মাঠে অনুষ্টিত পুরস্কার বিতরন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও সাংবাদিক, এশিয়ান টিভির টেকনাফ প্রতিনিধি নাছির উদ্দীন রাজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংগীখালী ফাজিল ডিগ্রি মাদ্রাসার রসায়ন বিভাগের অধ্যাপক মুমিনুর রহমান, জাতীয় দৈনিক সময়ের আলোর টেকনাফ প্রতিনিধি বিশিষ্ট তরুন সাংবাদিক মোঃ শেখ রাসেল, স্বেচ্ছাসেবক লীগের হ্নীলা ইউনিয়ন যুগ্ম আহ্বায়ক মাঈন উদ্দীন তুহিন,
ফুটবলার জালাল উদ্দীন, মামুন, আকরাম খান, রবি আলম সহ আরো অনেকেই। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহব্বায়ক নাছির উদ্দীন সৌরভ। আম্পায়ারের দায়িত্ব পালন করেন মোঃ ইসমাইল। বক্তারা বলেন, সব জায়গায় তরুণ প্রজন্মরা যে খেলার প্রতি মনোযোগ দিচ্ছে তা থেকে বুঝ যাচ্ছে আমাগীর দিল গুলোতে টেকনাফে মাদক কারবারিদে তেমন বিস্তার থাকবেনা। রংগীখালী ইলাহী লামার পাড়া অল স্টার জুনিয়র ক্লাব বনাম কফিল সিকদার ফুটবল দলের মধ্যকার খেলায় মূল সময়ের মধ্যে কেউ কাউকে পরাস্ত করতে পারেনি। পরে ট্রাইবাগারে ২ – ০ গোলে রংগীখালী লামার পাড়া জুনিয়র অল স্টার ক্লাব ফুটবল দল বিজয় লাভ করেন।
Leave a Reply