 
							
							 
                    
নিজস্ব প্রতিবেদক, টেকনাফ
টেকনাফ সদরে বড় হাবির পাড়ার কাতার প্রবাসী নাজির পাড়া ব্রিজের পশ্চিম পাশে অবস্থিত আনোয়ার ইসলামের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
শনিবার ৯ই জানুয়ারি রাত ৮টার দিকে বাড়ির সবার অনুপস্থিতির সুযোগে বাড়ির লোহার গেটের তালা ভেংগে এ চুরির ঘটনা ঘটেছে।
বাড়ির মালিক ছেলেকে নিয়ে টেকনাফ হাসপাতালে থেকে ফিরে আনোয়ার ইসলামের স্ত্রী ইয়াছমিন আক্তার বাড়িতে এসে গেটের প্রধান ফটকে তালা ভাংগা অবস্থায় দেখতে পান,এরপরে ভেতরে প্রবেশ করে বাড়ির রুমের দরজা ও আলমিরার দরজা ভাংগা অবস্থায় দেখতে পান। আলমিরাতে থাকা সাড়ে ৩ভরি স্বর্ণ ও নগদ ১৭হাজার টাকা খুজে না পেয়ে ছোট ভাই মোহাম্মদ রানাকে খবর দিলে সে তাৎক্ষনিক টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জকে লিখিত অভিযোগ দাখিল করেন।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ অভিযোগ টি সরেজমিনে তদন্ত পূর্বক ব্যাবস্থা গ্রহন করার আশ্বাস প্রধান করেন।
 
                                         
                                         
                                         
                                        
Leave a Reply