মোঃ আরাফাত সানী, টেকনাফ থেকে
টেকনাফের নাফনদী থেকে একটি কাঠের নৌকাসহ ৫ লাখ ২০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় অস্ত্র, ২ রাউন্ড কার্তুজ ও একটি কিরিচ উদ্ধার করা হয়েছে।
(রবিবার) ১৭ জানুয়ারী দুপুরে টেকনাফস্থ ২ বিজিবি ব্যাটালিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) এসব তথ্য নিশ্চিত করেন। এসময় উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর রুবায়াৎ কবীর, মেডিকেল অফিসার ক্যাপ্টেন মাসুম রেজা।
টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, ভোর রাতে টেকনাফ দমদমিয়া বিওপির জওয়ানরা মিয়ানমার হতে মাদকের বড় চালান আসার সংবাদ পেয়ে নাফনদীতে স্পীড বোট ও কাঠের বোট এবং স্থলভাগে কৌশলী অবস্থান নেয়।এর কিছুক্ষণ পর নাইট ডিভাইস দ্বারা পর্যবেক্ষণ করে নাফনদীর মধ্যবর্তী লালদ্বীপ হতে একটি কাঠের নৌকা নিয়ে ৩-৪ জন দুষ্কৃতকারী হ্নীলা জাদিমোরা উমরখাল পয়েন্ট দিয়ে বাংলাদেশের সীমান্তে প্রবেশ করতে চাইলে বিজিবি চারদিক থেকে ঘেরাও করে অভিযান চালায়।
এ সময় দুষ্কৃতকারীরা নিরুপায় হয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে বিজিবিও সরকারী সম্পদ রক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করলে মাদক কারবারীরা নদীতে লাফ দেয়। তখন তাদের ব্যবহৃত কাঠের নৌকাটি নিয়ন্ত্রনে নিয়ে তল্লাশী চালিয়ে ৫ বস্তায় ৫ লাখ ২০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় তৈরী লম্বা বন্দুক, ২ রাউন্ড কার্তুজ ও একটি কিরিচ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৫ কোটি ৬০ লাখ টাকা।
এসময় কোন পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরো জানান, সরকারী কর্তব্যে বাধা প্রদান এবং অবৈধ মাদক পাচারের দায়ে অজ্ঞাত ব্যাক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে জানায়। আটককৃত মালামাল পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও মিডিয়া ব্যক্তিদের সামনে ধ্বংস করা হবে।
Leave a Reply