সংবাদ দাতা
হ্নীলা ইউনিয়ন ৬নং ওয়ার্ডের কোনার পাড়া গ্রামে বাড়ির বিদ্যুৎ তার থেকে আগুন ধরে পুড়ে গেছে ৫টি ঘর। ১৫/২/২১ইং রাত ৭ ঘটিকার সময় বাড়ির বিদ্যাৎ তার হতে আগুনের সূত্র পাত হয় বলে জানিয়েছে। বাসী জানায়, পুড়া ঘর গুলির মধ্যে দুই পরিবার বাংলাদেশী ও অপর ৩ পরিবার রোহিঙ্গা। তাৎক্ষণিক ঘটনা স্থল পরিদর্শন করেছেন হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সকল কে শান্তনা দিয়ে তিনি বলেন, যে কোন প্রাণি দিন শেষে বাড়ি ফিরে ছেলে সন্তান দের নিয়ে শান্তিতে থাকে । কিন্তুু আপনাদের সেই জায়গাটুকু পুড়ে ছাই হয়ে গেছে। বলতে গেলে মাথাগুজার কোন জায়গা নাই এখন। তাই আমি আমার পরিষদের পক্ষ থেকে যতটুকু পারি সাহায্যের হাত বাড়িয়ে দেব।
Leave a Reply