মোঃ আরাফাত সানী, টেকনাফ
টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে যাত্রী সেবায় নতুন যোগ হলো ‘সাম্পান’ ট্যুরিষ্ট সার্ভিস লিমিডেট’এর পরিবহন।
১৭ ফেব্রুয়ারী (বুধবার) বিকালে টেকনাফ পৌরসভা শাপলা সত্তরের জালাল মাকের্টে সাম্পান ট্যুরিষ্ট সার্ভিস লিমিডেট এর ‘শুভ উদ্বোধন’ করা হয়েছে।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সম্পান পরিবহন ও কার্যালয়ের ফিতা কেটে উদ্বোধক করেন টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম। এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ন-সম্পাদক ফজলুল কবির, ‘সাম্পান’ পরিবহন লাইনের চেয়ারম্যান নাজিম উদ্দিন, টেকনাফ অফিস ইনচার্জ যুবলীগ নেতা রেজাউল করিম (ধইল্ল্যা)সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
অতিথিরা যাত্রী সেবার মান রক্ষা এবং দক্ষ ড্রাইভারের মাধ্যমে গাড়ি পরিচালনার আহবান জানান।
‘সাম্পান’ ট্যুরিষ্ট সার্ভিস লিমিডেট’ কতৃপক্ষ বলেন, টেকনাফ টু কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে সাম্পান পরিবহন যাত্রী সেবায় নতুন মাত্রা যোগ হয়েছে। দীর্ঘতম সমুদ্র সৈকত ঘেষে গড়ে উঠা নান্দনিক মেরিন ড্রাইভ সড়কে বিরতিহীন ‘সাম্পান’ পরিবহন যাত্রী সেবায় নিয়োজিত থাকবে। এর ফলে পর্যটকদের জন্য অগ্রাণী ভুমিকা পালন করবে। স্থানীয় ও দেশী-বিদেশী পযটক সেবায় আমরা বদ্ধ পরিকর। এই পরিবহন যাত্রী নিয়ে যথাসময়ে গন্তব্যে পৌছাবে। ফলে মেরিন ড্রাইভ সড়কের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
Leave a Reply