নাছির উদ্দীন রাজ, টেকনাফ
টেকনাফের হ্নীলা স্টেশনের কয়েকটি ফার্মেসী ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছেন র্যাব ১৫ সিপিসি-১ টেকনাফ। ১৮ফেব্রুয়ারী ২০২১ইং দুপুর ২ঘটিকা হতে বিকাল ৪টা পর্যন্ত উক্ত অভিযান পরিচালনা করা হয়। কয়েকটি ফার্মেসী কে মিয়াদ উত্তীর্ণ ও অবৈধ যৌন ঔষধ এবং প্রতিষ্ঠানের কাগজ পত্রে অসংগতি থাকার দায়ে হ্নীলা তোফায়েল ফার্মেসী কে ১ লাখ, ফয়সাল ফার্মেসী কে ৪লাখ,ইসহাক মেডিকো কে ৩০ হাজার এবং অবৈধ টেকন্যাশিন ও সার্টিফিকেটহীন অদক্ষ ভুয়া ডাক্তারের মাধ্যে
ল্যাব ও চিকিৎসা চালানোর দায়ে দুইটি ডায়াগনস্টিক সেন্টার, ল্যাব এইড মেডিকো এন্ড প্যাথলজি সেন্টার কে ২লাখ ও হ্নীলা ডায়াগনিষ্ট সেন্টার কে ১লাখ করে সর্ব মোট ৮লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ঢাকা থেকে আগত র্যাব হেড কোয়ার্টারের নির্বাহী মেজিট্রেট মুহাম্মদ আনিসুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, কক্সবাজার ওষুধ প্রশাসনের ইন্সপেক্টর আবুল হাসান,কক্সবাজার সিভিল সার্জেন অফিসের ডাক্তার সৌনম বড়ুয়া, র্যাব ১৫ সিপিসি ১ এর টেকনাফ বড়ইতলী কমান্ডার বিমল চন্দ্র কর্মকার।
Leave a Reply