নাছির উদ্দীন রাজ, টেকনাফ
আগামী ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন টেকনাফ উপজেলার ২নং হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি তরুন জনপ্রিয় জননেতা রাশেদ মোহাম্মদ আলী। এক শুভেচ্ছা বার্তায় তিনি টেকনাফ ৭১ কে বলেন, প্রত্যক জাতির জন্মগত ভাবে নিজস্ব মাতৃভাষা থাকে। কিন্তুুু আমাদের বেলায় তা ভিন্ন। জন্মগত ভাবে মায়ের মুখে শিকানো বুলি পাকিস্তানিরা আমাদের বলতে দেয়নি। তারা আমাদের (পূর্ব বাংলার) মানুষ দের উপরে রাষ্ট্রিয় ভাবে আইন করে উর্দু ভাষা বলতে চাপিয়েদেয়ার ব্যবস্থা করে ছিল পাক শাসক ।সে কাল আইন দেশের মানুষ ঘৃণা ভরে প্রত্যাক্ষান করে এ দেশের ছাত্র জনতা উর্দু ভাষার বিরুদ্ধে যুদ্ধ করে যে মাতৃভাষা আর্জন করেছে তা পৃথিবীর এক একমাত্র ইতিহাস। সে অন্যায়ের বিরুদ্ধে মাথানত না করার শিক্ষা নিয়ে আমিও হ্নীলা ইউনিয়নে কোন অন্যায় হতে দেয়নি। আমি সব সময় সুখে দুুখে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। তাই আগামীতে আবারো সকলের দোয়া ও সমর্থ আশা করছি।
Leave a Reply