নিজস্ব প্রতিনিধি,
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন (ফারিয়া) মহান (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টেকনাফ ফারিয়া বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে পালন করা করেছে। মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে টেকনাফ শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের সদস্যরা। এতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা, বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার ১ম সহসভাপতি আবু সুফিয়ান, টেকনাফ ফারিয়া র সভাপতি নুরুল ইসলাম, সহসভাপতি মিরাস উদ্দিন, সহসভাপতি আজিম উদ্দিন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম, অর্থ সম্পাদক সেলিম উল্লাহ, কার্যকরী সদস্য মোহাম্মদ ইউছুফ, সদস্য অভি মহাজন প্রমুখ সহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন এর সদস্যবৃন্দ।
Leave a Reply