নিজস্ব প্রতিনিধি:: টেকনাফে ঊনছিপ্রাং ২২নং রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ এক বৃদ্ধাকে আটক করেছে।
সুত্র জানায়, গত ১১মার্চ সন্ধ্যা ৭টারদিকে টেকনাফে ২২নং রোহিঙ্গা ক্যাম্প দায়িত্বরত পুলিশের এসআই শাহজাহানের নেতৃত্বে এপিবিএন সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ব্লক-সি-১ এর মৃত করিমুল্লাহর ঘরে অভিযান চালিয়ে ১হাজার ৬০পিস ইয়াবাসহ তার স্ত্রী গুলবাহার (৫২) কে আটক করেছে।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত বৃদ্ধা মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে কক্সবাজার ১৬ব্যাটালিয়ন এপিবিএন পুলিশের অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক নিশ্চিত করেন।
Leave a Reply