টেকনাফ একাত্তর ডেস্ক
টেকনাফে প্রতি বছরের ন্যায় জমকালো আয়োজনে টেকনাফ সদরের মৌলবী পাড়া মাঠ ক্রিকেট টুর্নামেন্টে উদ্ভোদন করা হয়েছে।
(রবিবার) ১৫ মার্চ বিকালে মৌলবী পাড়া খেলার মাঠে লেখা উদ্ভোদন করা হয়।
উদ্ভোদনী ম্যাচে মুখোমুখি হয়েছে তরুণ তারকা ক্রিকেট ক্লাব বনাম গোদারবিল সোসাইটি ক্রিকেট একাদশ।
লেখায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন, আবদুল মতিন ডালিম ও আব্দুল্লাহ।
খেলা চলমান রয়েছে সর্বশেষ আপডেট জানতে Teknaf 71.com চোখ রাখুন।
Leave a Reply