বিশেষ প্রতিনিধি।
টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নৌকার মনোনয়ন পুণ বিবেচনা করার দাবিতে মানব বন্ধন ও কলাগাছ নিয়ে প্রতিবাদ সভা করেছে স্থানীয় জনসাধারণ। ১৬মার্চ ২০২১ইং হোয়াইক্যং ঝিম্মন খালি বাজারে হাজার হাজার জনসাধারণ উপস্থিতে উক্ত মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, ফরিদুল আলম জুয়েল ছাত্র রাজনীতি থেকে শুরু করে যুবলীগের দায়িত্ব পালন করে হোয়াইক্যং আওয়ামী লীগ কে সুংগঠিত করেছিলেন । যা দেখে গত বারে নেন্ত্রী নৌকা প্রতীক দিয়েছিলেন। এই বার ও আমরা শুনেছি নেন্ত্রীর কাছে তাহার নাম ছিল। কিন্তুু কিছু কুচক্রী মহল ষড়যন্ত্র করে তাহার নাম পরিবর্তন করে দিয়েছে। সুতরাং আমরা তাতে অনেক ব্যতীত, আমরা হোয়াইক্যং বাসী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনয়ের সহিত অনুরোধ জানায়, হোয়াইক্যং ইউনিয়নে নৌকার প্রতীক পুণ বিবেচনা করে ফরিদুল আলম জুয়েল কে দেয়া হোক। পরে হাজারো জনতা ফরিদুল আলম জুয়েলের পক্ষে কলাগাছ নিয়ে মিছিল করেন। এক বৃদ্ধার কাছে জানতে চাইলে তিনি জানায়, আগামী ভোটে নৌকা কে বিজয় করতে অবশ্যই ফরিদুল আলম জুয়েল কে প্রয়োজন, তাই হোয়াইক্যং এর নৌকা প্রতীক পুণ বিবেনা করে ফরিদ আলম কে দেয়ার আহব্বান জানায়। প্রধান বক্তা বলেন, আমরা নৌকার বিপক্ষে নয়। যাকে নেন্ত্রী নৌকা দিবে তাহার পক্ষে কাজ করব।কিন্তুু যারা ফরিদ ভাইয়ের নাম মনোনয়ন ফরমে থাকা সত্বেও কর্তন করেছে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। সুতেরাং বলব জুয়েল ভাই কে নৌকার মনোনয়ন পুণ বিবেচনা করে ফিরিয়ে দেয়ার জন্য বিনয়ের সাথে আবেদন করছি নেন্ত্রীর কাছে।
Leave a Reply