টেকনাফে পুরান পল্লান পাড়া আন্ত ওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মোহাম্মদ নোমান::
“খেলাধুলা বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” মাদক মুক্ত সমাজ চাই, ক্রীড়ার কোন বিকল্প নাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে.. টেকনাফ পৌরসভার ২নং ওয়ার্ড পুরান পল্লান পাড়া আন্ত ওয়ার্ডের ৫ম পঞ্চম আসরে ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৯ এপ্রিল) বিকালে পুরান পল্লান পাড়া মাঠ অনুষ্ঠিত খেলায় ডিজিটাল যুব উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক- শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী ও ডিজিটাল যুব উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের প্রতিষ্ঠাতা সভাপতি- হাফেজ এনামুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি- আব্দুল আজিজ, টেকনাফ পৌর শ্রমিক লীগের সভাপতি- জিয়াউর রহমান জিয়া, ২নং ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক- নুরুল আলম, টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক- প্রার্থী আরিফ মোহাম্মদ আনাছ, ডিজিটাল যুব উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক- হাবিবুর রহমান জাহাঙ্গীর,২নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি মোরশেদুল আলম বাবুল,ইউটিউবার- মিজবাহ উদ্দিন প্রমুখ।
উক্ত খেলা পরিচালনা করেন, টেকনাফ পৌর ছাত্রলীগ নেতা ফারুকুর রহমান, রাহাত ইয়াছিন,সাইদুর রাহমান আবির, শেখ আব্দুল্লাহ, আতিকুর রহমান।
টুনামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন শেখ কিংস ক্রিকেট একাদশ। উক্ত খেলা আয়োজনে ওয়ার্ডের সকল তরুণ প্রজন্ম আনন্দিত হয় এবং খেলোয়াড়রা উৎসাহিত হন!
চ্যাম্পিয়ন দল ও রানার্স দলকে এক হাজার ১০০০ টাকা করে পুরুষ্কার তুলে দেন,আব্দুল আজিজ।
Leave a Reply