মোঃ আরাফাত সানী, টেকনাফ ৭১ ডেস্ক
সারা দেশের ন্যায় টেকনাফে ও চলছে উপজেলা প্রশাসনের অভিযান। সরকারি নিদের্শনার আলোকে স্বাগত জানিয়ে, স্বাস্থ্য বিধি, সামাজিক দূরত্ব বজায়, মাস্ক পরিধান না করা, দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ, দোকান পাট বন্ধ করণসহ উপজেলার বিভিন্ন স্থানে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল মনসুর করা হয়। এ সময় সরকারি নিদর্শনা অমান্য কারি ব্যক্তি ও কয়েকটি প্রতিষ্ঠান কে জরিমানা করা হয়েছে।
১২ এপ্রিল (সোমবার) অভিযান পরিচালনা করেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল মনসুর। এ সময় দোকান, শপিংমল খোলা রাখায় টেকনাফের ১৪টি দোকানদারকে ১৪টি মামলায় ১১ হাজার ৬০০ টাকা অর্থদন্ড দেওয়া হয়।
তিনি আরো বলেন, করোনার সংক্রমণ রোধে জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে টেকনাফ মডেল থানা পুলিশের একটি টীমসহ উপজেলা সিপিপি’র কর্মীগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply