নাছির উদ্দীন রাজ, মোঃ শেখ রাসেল
কক্সবাজার টেকনাফে কোস্টগার্ড অভিযান চালিয়ে ২ হাজার ৮ শ পিস ইয়াবা উদ্ধার করেছে। টেকনাফ কোস্টগার্ড স্টেশন কামান্ডার লেঃ কমান্ডার এম মীর ইমরান- উর রশিদ জানায়,
গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলা পরিষদের সামনে একটি অটোরিকশাকে সন্দেহ হলে থামার সংকেত দিলে কোস্ট গার্ড সদস্যদের উপস্থিত টের পেয়ে অটোরিকশা রেখে পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে পাচার কারি বাবলু হোসেন (৩০) কে আটক করেন।
পরবর্তীতে তাহার দেহ তল্লাশি করে ২ হাজার ৮ শ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং পাচার কাজে ব্যবহারত অটোরিকশা টি জব্দ করেছে । জব্দ কৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৮ লাখ ৪০হাজা টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড। আটক কৃত বাবলু টেকনাফ দক্ষিণ জালিয়াপাড়া ৯নং ওয়ার্ডের মৃত আহাম্মত হোসেনের পুত্র। জব্দ কৃত ইয়াবা ও অটোরিকশা টিকে পববর্তীতে আইনগত ব্যবস্থা শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান।
Leave a Reply