সংবাদ বিজ্ঞপ্তি:
রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের চরপাড়া গ্রামের বাসিন্দা ক্যান্সার হতদরিদ্র আবুল কাশেমের পাশে দাঁড়িয়েছে উখিয়া উপজেলা ছাত্রলীগ।
সম্প্রতি আবুল কাশেমের আর্থিক দুরবস্থার কথা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানবিক আবেদন করেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন।
যার প্রেক্ষিতে, বুধবার বিকেলে উখিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী, উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুল আমিন টিপুর নেতৃত্বে
আবুল কাশেমের বাড়িতে গিয়ে মানবিক সহায়তা প্রদান করে উখিয়া উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এসময় আবুল কাশেম কে ছাত্রনেতা টিপুর ব্যক্তিগত তহবিল থেকে নগদ দশ হাজার টাকা অর্থ সহায়তা ও ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়।
টিপু বলেন,”কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি মানবিক ছাত্রনেতা শ্রদ্ধেয় সাদ্দাম ভাইয়ের নির্দেশনায় আমরা উখিয়া উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ মানবিক এই কার্যক্রমে নিজেদের অংশ করতে পেরে গর্বিত”।
ভবিষ্যতেও উখিয়া উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে এধরণের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান টিপু।
Leave a Reply