নাছির উদ্দীন রাজ, টেকনাফ
সীমান্ত জনপদ টেকনাফে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবার চেয়ে দ্বী গুন শক্তিশালি মাদক (আইস) উদ্বার করেছে, যাহা ইংরেজিতে ক্রিস্টাল মেথ নামে পরিচিত। ৫ মে রাত অনুমান ৮:১০ ঘটিকার সময় টেকনাফ মডেল থানা পুলিশের ইন্সপেক্টর (অপারেশন) খোরশেদ আলমের নেন্তৃন্তে সঙ্গীয় ফোর্স মাদক বিরোধী অভিযান পরিচালনা করে টেকনাফ থানাধীন জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্প এলাকা হতে তাকে আটক করেন। গ্রেফতারকৃত আসামী মৃত মোনা আলীর পুত্র নুর মোহাম্মদ জাদিমুরা ক্যাম্পের সি ব্লকের বলে জানিয়েছেন পুলিশ। তাহার কাছ থেকে ১০০ (একশত) গ্রাম ক্রিস্টাল মেথ ( মাদক, আইস) উদ্বার করা হয়েছে, যাহার আনুমানিক বাজার মূল্য ১৫০০০০০ – (পনের লাখ ) টাকা বলে জানাগেছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান জানিয়েছেন, দেশে নতুন নতুন মাদকের অস্তিত্ব মিলছে। সূচনা লগ্নে তা ধ্বংস করতে না পারলে টেকনাফে মাদকের প্রবনতা আরো বেড়ে যাবে,যা নিয়ন্ত্রণ করতে হিমসিম খেতে হবে সকল কে। তবে টেকনাফ মডেল থানা পুলিশের মাদকের বিরুদ্ধে চিরুনি অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply