মোঃ আরাফাত সানী, টেকনাফ ৭১
কক্সবাজারের টেকনাফে ইয়াবাসহ এক মাদকপাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। (রবিবার) ৯ মে সন্ধ্যায় উপজেলার থানাধীন স্হল বন্দর এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৫’শ ৮৫ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক মাদকপাচারকারী সাবরাং ইউনিয়নে শাহপরীর দ্বীপ এলাকার মোঃ হাকিম এর ছেলে সাদ্দাম হোসেন (৩০)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ স্টেশান কমান্ডার লেঃ এম মিরাজুল হাসান এর নেতৃত্বে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে পলিথিনে মোড়ানো অবস্থায় ২,৫৮৫ ইয়াবাসহ আটকের পর ইয়াবা পাচারকারী ও জব্দকৃত ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আজ দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএম আমিরুল হক।
তিনি আরো জানান, বাংলাদেশ কোস্টগার্ডের আওতাভুক্ত এলাকাগুলোতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকরোধে কোস্টগার্ডের জিরো টলারেন্স নীতি অলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply