নিজস্ব প্রতিনিধি,টেকনাফ ৭১
এই শুভেচ্ছা বার্তায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সুলতান মাহমুদ বলেন– বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া সংক্রামকমহামারী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট এই সংকটময় মুহূর্তে পবিত্র ঈদ–উল–ফিতরের আগমনে সকল দূর্দশা,সকল শোকের ছায়া ম্লান হয়ে যাক। তাই সকলে সচেতনার সাথে ঈদ পালন করি।
মহান আল্লাহ যেন ঈদ উপলক্ষ্যে পৃথিবীকে এই মহামারী থেকে রক্ষা করেন এই কামনা করি। আর আমরা সবাই জানি ঈদ মানে খুশি। ঈদ মানেই আনন্দ। সকল বৈষম্য ভুলে সবাই মিলিত হয় মানবতার কাতারে। এর আনন্দ উপভোগ করে ধনী–গরিব মিলে সবাই। আমাদের সকলের প্রার্থনা হোক করোনার মহামারী থেকে মুক্তির।
বাণীতে সুলতান মাহমুদ পবিত্র ঈদুল ফিতর সবার জন্য কল্যাণ বয়ে আনুক, সবার মধ্যে উঠুক আত্মত্যাগের মহিমা মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করেন।
শুভেচ্ছান্তে–
সুলতান মাহমুদ
সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ টেকনাফ উপজেলা শাখা।
সাবেক উপ-ক্রীড়া সম্পাদক কক্সবাজার জেলা ছাত্রলীগ শাখা।
Leave a Reply