নাছির উদ্দীন রাজ, টেকনাফ
কক্সবাজার টেকনাফ মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে মানব পাচারের মূল হোতা ও গডফাদার এবং ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি কে আটক করেছে। ১৬ মে ( রবিবার ) সন্ধা ৭ ঘটনার সময় বাহার ছড়া ইউনিয়নের কচ্চপিয়া মসজিদ মার্কেটের সামনে হতে মৃত আব্দুস সালামের পুত্র মোঃ সালাম প্রকাশ (ছৈয়দুল ইসলাম (৩৫) ) ও ১৭ মে সকাল ১১.৩০ ঘটিকার সময় টেকনাফ সদর ইউনিয়নের পল্লান পাড়ার মৃত নুর ইসলাম প্রকাশ মোহাম্মদ এর পুত্র সাইফুল ইসলাম দের আটক করতে সক্ষম হন। টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করতে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার চৌকস পুলিশ অফিসার এস আই যায়েদ হাসান, এ এস আই শাখাওয়াত, অপর অভিযানে বাহার ছড়া শামলাপুর পুলিশ ফাঁড়ির অফিসার ইসঃ নুর মোহাম্মদ এর নেন্তৃন্তে তাদের আটক করে। আটক কৃতদ্বয় বাহার ছড়া ও টেকনাফ সদরের পল্লান পাড়ার বাসীন্দ বলে জানাগেছে। তাদের মধ্যে সাইফুল ইসলাম ৬ মাসের কারাদণ্ড প্রাপ্ত ও মোঃ সালাম মানব পাচার কারি মামলার আসামি বলে জানিয়েছেন পুলিশ। আটক কৃতদের আইনি প্রক্রীয়া শেষে কক্সবাজার জেলা আদালতে সুপার্দ করা হয়েছে ।
Leave a Reply