প্রেস বিজ্ঞপ্তি
টেকনাফ বিশেষ জোনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ২০মে ভোর ৪ঘটিকা হতে মাদকের একটি বড় চালানের জন্য টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ এলাকায় অবস্থান করে। পরবর্তীতে বিকাল ৬ ঘটিকার দিকে চালানের একাংশের মালিক শাহ পরীর দ্বীপ এলাকায় দুটি ফিশিং ট্রলারের মালিক ইমান হোসেনের বাসায় অভিযান পরিচালনা করে তার সহোদর হেলাল কে ২০হাজার পিস ইয়াবাসহ আসামীর বাসা হতে আটক করা হয়।
জিজ্ঞেসাবাদে তারা দীর্ঘ দিন ধরে পরস্পরের সহযোগিতায় মাদক ব্যবসা চালিয়ে যাওয়ার কথা স্বীকার করে। এছাড়া এলাকাবাসীও তাদের বিরুদ্ধে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ জানিয়ে আসছিল। উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ সিরাজুল মোস্তফা বাদী হয়ে উভয়কে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(গ) ও ৪১ ধারায় টেকনাফ মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মাদক বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply