নাছির উদ্দীন রাজ, টেকনাফ
সীমান্ত জনপদের টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে দুই নারী মাদক কারবারি আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৩হাজার ৬শ পিচ ইয়াবা। আটক কৃতরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়ার বুলবুল আক্তার (২৫)ও আমিনা খাতুন (৪২)। গত কাল রাত ১১.৩০ ঘটিকার সময় টেকনাফ মডেল থানার (ওসি অপারেশন ) খোরশেদ আলমের নেন্তৃন্তে সঙ্গীয় ফোর্স এস আই হোসাইন,এস আই রফিকুল ইসলাম, এস আই রাফি, এস আই তুফায়েল, এম আই নাছরুল্লাহ রুবেল, এস আই যায়েদ হাসান সহ অভিযানে গেলে তাদের আটক করতে সক্ষম হয়। আটক কৃতদের আইনি প্রক্রীয়া শেষে কক্সবাজার জেলা আদালতে পাঠানো হবে বলে জানাগেছে। টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান জানায় , মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কিন্তুু আমরা যখন সন্ত্রাস ও বড় বড় মাদক কারবারিদের ধরতে অভিযান পরিচালনা করি তখন পুলিশের অভিযান প্রশ্নবিদ্ধ করতে ও অপরাধীদের বাচাতে নানা ভাবে অপপ্রচার ও চেষ্টা চালায়। তবে মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে আমরা জিরোটলান্স নীতি অনুশরন করব।
Leave a Reply