টেকনাফে বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে আবু ছৈয়দ মেম্বারে’র নগদ আর্থিক সহায়তা
মোঃ আরাফাত সানী, টেকনাফ
টেকনাফে সদর ইউনিয়নে বন্য হাতির আক্রমনে বসতবাড়ি ক্ষতিগ্রস্ত ৮ পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (২২ মে) বিকালে উপজেলা সদর ইউনিয়নের হাতিয়া ঘোনা, উওর রেঙ্গুল বিল ও উওর লম্বরী এলাকায় ক্ষতিগ্রস্তদের দেখতে গিয়ে টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও নৌকার মনোনয়ন প্রাথী আবু ছৈয়দ মেম্বার উপস্থিত থেকে নিজস্ব তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের নগদ টাকা সহায়তা প্রদান করেন।
এ সময় ক্ষতিগ্রস্ত ৮ পরিবার মাঝে নগদ ৫৫ হাজার টাকা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্হানীয় ২নং ইউপি সদস্য আব্দুল্লাহ মেম্বার,টেকনাফ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব নুরুল আমিন, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি সুলতান মাহমুদ,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাফর ইকবাল, আওয়ামী নেতা গুরা মিয়া, সদর ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি শফিক আলম শুকু, ২ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী আব্দুর রহমান, সদর ইউনিয়ন ছাত্র লীগের সাঃ সম্পাদক সোহেল সিকদার প্রমুখ।
পরে লম্বরী মল্কা বাণু উচ্চ বিদ্যালয়ে সামনে অস্থায়ী কার্যালয়ে নৌকার মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী আবু ছৈয়দ মেম্বারের সমর্থনে এক মত বিনিময় সভার আয়োজন করেন স্থানীয় জনগণ। এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী আবু ছৈয়দ বলেন, আমি খবর পেয়ে আপনাদের কাছে ছুটে এসেছি ইনশাআল্লাহ আমি সুখে দুঃখে সব সময় আপনাদের পাশে থাকবো। আশাকরি আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
Leave a Reply