মোঃ শেখ রাসেল,টেকনাফ
করোনাভাইরাসের সংক্রমণ রোধে কক্সবাজারের টেকনাফ উপজেলা ১০ দিনের জন্য লকডাউন ঘোষণা করছে প্রশাসন।
সোমবার বিকাল ৪ টায় কক্সবাজার টেকনাফে ১০ দিন লকডাউন বাস্তবায়নে উপজেলার বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরিধান করা, সরকারি নিষেধাজ্ঞা ও বিধিবিধান প্রতিপালনে জরিমানা করা হয়েছে। এ সময় ৫ জনকে ৫টি মামলায় ৮ হাজার ৩’শ টাকা জরিমানা করা হয়। অভিযানে নের্তৃত্ব দেন কক্সবাজার জেলার ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান,কাজল কান্তি দাশ, নাজির, সহকারী কমিশনার ভূমি অফিস,টেকনাফ, টেকনাফ মডেল থানার এসআই নিজাম সহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন
এই সময় তারা বলেন, ১০ দিন লকডাউন বাস্তবায়নে উপজেলার বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরিধান, সরকারি নিষেধাজ্ঞা ও বিধিবিধান প্রতিপালনে এই জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তারা জানান।
Leave a Reply