আমি মোহাম্মদ নুর, বয়স (২২), পিতা: আলী হোসেন, গ্রাম: পশ্চিম সিকদার পাড়া, হ্নীলা, টেকনাফ,ককসবাজার ও আমি সুমাইয়া আক্তার সুমি, বয়স (১৮), পিতা: মৃত মোহাম্মদ হোসেন মেম্বার, গ্রাম, শ্চিম সিকদার পাড়া হ্নীলা,টেকনাফ,ককসবাজার। আমরা (২৪ মে) ২০২১ ইং ককসবাজারস্থ নোটারী পাবলিকের কার্যালয়ে হাজির হয়ে বিবাহ সম্পন্ন করেছি।
আমারা দু’জনে সরকারের আইনকে শ্রদ্ধাপূবর্ক ইসলামী শরীয়া মতে ৮লক্ষ টাকা দেন মোহর ধার্য্য করে বর্তমানে আমরা স্বামী-স্ত্রী হিসাবে ঘর সংসার চালিয়ে যাচ্ছি। স্বামী-স্ত্রী হিসাবে উভয়ে সুখে-শান্তিতে দাম্পত্য জীবন অতিবাহিত করার জন্য সকলের নিকট দোয়া কামনা করছি।
Leave a Reply