প্রেসবিজ্ঞপ্তিঃ
বাংলাদেশ মানবাধিকার কমিশন টেকনাফ উপজেলা শাখার নেতৃবৃন্দেরা সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার জনাব পারভেজ চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব নুরুল আলম, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান, পৌর মেয়র হাজী মোহাম্মদ ইসলাম এর সাথে।
বাংলাদেশ মানবাধিকার কমিশন টেকনাফ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আবদুল জব্বার ও সাধারণ সম্পাদক আবদুল হক এর নেতৃত্বে অদ্য ২৪ মে ২০২১ খ্রি. সকাল ১০ঃ৩০ টার সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার পারভেজ চৌধুরী’র সাথে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন,অতঃপর তাদের নেতৃত্বে সকাল ১১ঃ০০টায় টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম সাথে উপজেলা পরিষদ এর চেয়ারম্যান এর কার্যালয়ে ফুলের শুভেচ্ছা জানান।
একই দিন দুপুর ১২ঃ৩০ টার সময় টেকনাফ উপজেলা মানবাধিকার কমিশন এর সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানান টেকনাফ উপজেলা মানবাধিকার কর্মীগণ।পরিশেষে টেকনাফ পৌরসভা কার্যালয়ে পৌরপিতা হাজী মোহাম্মদ ইসলাম মহোদয়ের সাথে ফুল দিয়ে শুভেচ্ছা জানান টেকনাফ উপজেলা মানবাধিকার কমিশন এর নেতৃবৃন্দ।
বাংলাদেশ মানবাধিকার কমিশন টেকনাফ উপজেলা শাখার নেতৃবৃন্দদের প্রতি সব সময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন উপজেলা চেয়ারম্যান নুরুল আলম,উপজেলা নির্বাহী অফিসার জনাব পারভেজ চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান, পৌরপিতা হাজী মোহাম্মদ ইসলাম।
টেকনাফ উপজেলা মানবাধিকার কমিশন এর সভাপতি আলহাজ্ব আবদুল জব্বার বলেন মানবাধিকার কমিশন টেকনাফ উপজেলা নেতৃবৃন্দের সবাইকে সাথে নিয়ে আগামী দিনে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে জোড়ালো ভূমিকা রাখবেন,পাশাপাশি সংগঠনকে গতিশীল ও কর্মতৎপর করতে হলে সবাইকে সহযোগিতা মূলক মনোভাব নিয়ে কাজকরার জন্য আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ মানবাধিকার কমিশন টেকনাফ উপজেলা শাখার সহ-সভাপতি মৌলানা আশরাফ আলী,সহ সভাপতি হাজী মুহাম্মদ রবিউল হোসেন ,আলহাজ্ব মোঃ তালাল তালহা, যুগ্ন সাধারণ সম্পাদক রহমত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক ওবায়েদ উল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফরহাদ রহমান,সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম, সহ আইন বিষয়ক সম্পাদক নুরুল আমিন,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রিপন পাল, সদস্য আমান উল্লাহ আমান সহ প্রমূখ।
Leave a Reply