নিজস্ব প্রতিনিধি,টেকনাফ
টেকনাফে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি টেকনাফ পৌর শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ও সাঃ সম্পাদক মোঃ রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায়,প্রধান অতিথি ছিলেন উপজেলা সিঃ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শওকত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনন্দময় ভৌমিক ও ইকোনুমিক অফিসার মাহাবুবুল রহমান।
এ সময় আব্দুল গণি কে সভাপতি, মোহাম্মদ ইব্রাহীম কে সাধারণ সম্পাদক, মোঃ তারেক যুগ্ম সাঃ সম্পাদক, মোহাম্মদ ফরিদ কে সাংগঠনিক সম্পাদক ও সাইফুল আলমকে কোষাধ্যক্ষ করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
রবিবার (৩০ মে) বিকেলে টেকনাফ পৌরসভার ইসলামবাদ অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি টেকনাফ উপজেলা শাখার সভাপতি আব্দুস সালাম ও সাঃ সম্পাদক মোঃ রশিদের স্বাক্ষরিত এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির (রেজিঃ নং-বি-১৯৫১/৯২) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত মোতোবেক সমিতির শাখা কমিটি কে গতিশীল করার লক্ষ্যে টেকনাফ পৌর শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়।
এদিকে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির টেকনাফ পৌর শাখার নতুন কমিটি অনুমোদন দেওয়ায় টেকনাফ উপজেলা সমিতির সভাপতি আব্দুল সালাম ও সাঃ সম্পাদক মোঃ রশিদ কে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন টেকনাফ পৌর শাখার নবনির্বাচিত সভাপতি আব্দুল গণি ও সাধারন সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফরিদ সহ নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
এদিকে কমিটির প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে যে,এমতাবস্থায় সংগঠনের গঠনতন্ত্রের দ্বারা অনুযায়ী কার্যক্রম চলমান থাকলে অব্যাহত থাকবে। যদিও সাংগঠনিক অকার্য্য হয় তবে সাংগঠনিক ব্যবস্তা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানান।###
Leave a Reply