মোঃ আরাফাত সানি,টেকনাফ
প্রস্তাবিত বাজেটে জীবন-জীবিকাকে প্রাধান্য দেওয়ায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে টেকনাফ পৌর ছাত্র লীগ।
বৃহস্পতিবার ২০২১-২২ অর্থ বছরের বাজেট পেশ করার পরেই টেকনাফ পৌরসভা ছাত্র লীগের সভাপতি মোঃ শাহীন ও সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম বাবলুর নেতৃত্বে শুক্রবার বিকেলে টেকনাফ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল সমাপ্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি সুলতান মাহমুদ,পৌর ছাত্র লীগ নেতা নাফিজসহ অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত বক্তব্য পৌর ছাত্র লীগ সাঃ সম্পাদক ইব্রাহিম বাবলু বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দেশের মানুষের জন্য জনমুখী বাজেট করেছেন। এই বাজেটের মাধ্যমে দেশ আরও এক ধাপ এগিয়ে যাবে। যদি কোনও অপশক্তি দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে বাজেটের বিরুদ্ধে,অপপ্রচার করে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেয়া হবে।
Leave a Reply