প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের সময় প্রতিনিধি, টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র-২ ও পৌর প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আব্দুল্লাহ মনির এর পিতা সাবেক মেম্বার হাজী আবুল কালাম কক্সবাজার সদর হাসপাতালে আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। (ইন্নাহ লিল্লাহি–রাজেউন)। ওনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন টেকনাফ রিপোর্টাস ইউনিটির নেতৃবৃন্দ।
মরহুমের নামাজে জানাজা আজ বাদ জুমা টেকনাফ পৌরসভার ঈদগাহ মাঠে অনুষ্টিত হবে।
ওনার আত্মার শান্তি কামনা করছি। একই সঙ্গে প্রয়াত পরিবারকে এই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য স্রষ্টার কাছে প্রার্থনা করছি।
সংগঠনের সকল কর্মকর্তা ও সদস্যদের পক্ষে সভাপতি মোহাম্মদ শফি, সাধারণ সম্পাদক মোঃ আরাফাত সানি, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন রাজ, প্রেরিত এক বিবৃতিতে বলেন, আবুল কালাম সাদাসিধে মানুষ ছিলেন একজন, তিনি আমাদের মাঝে মরেও অমর হয়ে থাকবেন। উল্লেখ তিনি বৃহত্তর ৩ নং টেকনাফ ইউনিয়ন পরিষদের মেম্বার ও কিছু দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন। নেতৃবৃন্দ ওনার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মহান আল্লাহ তাআলা যেন উনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন।
টেকনাফ পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলার ও সাংবাদিক আব্দুল্লাহ মনির আলহাজ্ব আবুল কালাম মেম্বার এর বড় সন্তান।
Leave a Reply