নাছির উদ্দীন রাজ, টেকনাফ
টেকনাফ পৌর এলাকার পুরাতন রোহিঙ্গা নারী মাদক কারবারি কে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। তাহার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২হাজার ৪০ পিস ইয়াবা। পুলিশ জনায়, ২২ জুন বিকাল ৫.৪৫ ঘটিকার সময় টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমানের নেন্তৃন্তে এস আই রোকসানা আক্তার ও এস আই ছানাউল ইসলাম এর সঙ্গীয় ফোর্স তাকে আটক করতে সক্ষম হয়। গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌর সভার কুলাল পাড়া ৬নং ওয়ার্ডের বাসীন্দ আইয়ুব খানের স্ত্রী উম্মে হাবিবা(প্রকাশ খলিফা)র বসত বাড়িতে অভিযান চালিয়ে তাহা উদ্ধার করা হয়। আটক কৃত রোহিঙ্গা নারী কুলাল পাড়া ৬নং ওয়ার্ডের বাসীন্দ আইয়ুব খানের স্ত্রী। টেকনাফ মডেল থানা ওসি মোঃ হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নারী মাদক কারবারি কে ইয়াবা সহ আটক করা হয়েছে। তাদের আইনি প্রক্রীয়া শেষে কক্সবাজার জেলা আদালতে পাঠানো হবে।
Leave a Reply