টেকনাফ প্রতিনিধি,
বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টেকনাফে নানা আয়োজনে স্বাস্থ্য বিধি মেনে পালিত হয়েছে।
বুধবার (২৩ জুন) সকালে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্পণ, আলোচনাসভা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাষ্টার জাহেদ হোসাইনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব মোর্শেদের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য শফিক মিয়া, টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল বশর, টেকনাফ পৌর আওয়ামীলীগের সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাঈনুদ্দিন হাসান,টেকনাফ উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম মুন্না সহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিয়ন শাখার সভাপতি/সম্পাদক,পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নেতা-কর্মীরা কেক কেটে ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী সূচনা করেন।
Leave a Reply